শনিবার | ১৪ জুলাই ২০১২ | ৩০ আষাঢ় ১৪১৯
যুবলীগের নেতাকর্মীদের অতন্দ্র প্রহরীর মতো সতর্ক থাকতে হবে। যুবলীগের কর্মীদের মধ্য থেকেই যেন দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি হয়, আমি সেই আশা করি।" তিনি বলেন, "আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তখন মানুষের জীবনে শান্তি ও স্বস্তি ফিরে আসে। কিন্তু কার মনে অশান্তি আসে সেটা মানুষ জানে। সেই অশান্তির আগুনে দেশকে পুড়িয়ে ছারখার করার সকল কলা-কৌশল চালিয়ে যাচ্ছে। তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না। যুদ্ধপরাধীদের বিচার হোক এটা তারা চায় না। এ জন্য নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে।"
শেখ হাসিনা বলেন, "আওয়ামী লীগ সব সময় জনগণের কল্যাণে কাজ করেছে। দেশের মানুষ যা পেয়েছে, তা আওয়ামী লীগের সংগ্রামের ফসল হিসেবে পেয়েছে। আওয়ামী লীগকে জনগণ যখনই ভোট দিয়েছে, আওয়ামী জনগণকে বিমুখ করেনি। আওয়ামী লীগ সরকারে থাকলেও জনগণের জন্য কাজ করে বিরোধী দলে থাকলে জনগণের জন্য কাজ করে।" প্রধানমন্ত্রী বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সমালোচনা করে বলেন, "এরা যখনই ক্ষমতায় এসেছে, তখনই দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। বিএনপি ক্ষমতায় থাকা মানে বাংলাদেশ সন্ত্রাস জঙ্গিবাদের দেশ হবে। মানুষের পেটে ভাত থাকবে না।"
শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ করে বলেন, "দেশের একজন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করে, তার ছেলেরা দেশের অর্থ বিদেশে পাচার করে, অর্থমন্ত্রী কালো টাকা সাদা করে। তাদের দিয়ে দেশের মানুষ কি আশা করবে।" বিএনপি সরকারের দুর্নীতি-লুটপাটের বদনাম এখনও বাংলাদেশকে বয়ে বেড়াতে হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বিএনপি-জামায়াত জোট সরকারের দুর্নীতির চিত্র তুলে ধরে বলেন, "তাদের দুর্নীতির কারণে ২০০৫ সালে বিশ্বব্যাংক বাংলাদেশে সব ধরনের ঋণ বন্ধ করে দিয়েছিল। সেই বদনাম এখনও বাংলাদেশকে বয়ে বেড়াতে হচ্ছে।" প্রধানমন্ত্রী যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, "আওয়ামী লীগ দেশের মানুষের কল্যাণে আন্দোলন-সংগ্রাম করেছে যুবলীগ সেই আন্দোলন-সংগ্রামে মাঠে থেকেছে। দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে। নিজে কি পেলাম, না পেলাম সে চিন্তা না করে মানুষকে কি দিতে পারলাম সে চিন্তা করতে হবে। এ জন্য বঙ্গবন্ধুর আদর্শ ও ত্যাগকে অনুসরণ করতে হবে।" এ সময় তিনি বঙ্গবন্ধুর লেখা 'অসমাপ্ত আত্মজীবনী' পাড়ার আহ্বান জানান।"
শেখ হাসিনা যুবলীগের নেতাকর্মীদের সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, "কোনো আদর্শ বাস্তবায়ন করতে হলে সংগঠন গড়ে তুলতে হবে। সংগঠন ছাড়া কোনো আদর্শ বাস্তবায়ন করা যায় না।"
দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পায়রা ও বেলুন উড়িয়ে যুবলীগের সম্মেলনের উদ্বোধন করেন শেখ হাসিনা। অনুষ্ঠানে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতা, দলীয় সংসদ সদস্যসহ চীন, ফিলিস্তিন, দক্ষিণ কোরিয়া, কানাডা, ভারত ও রাশিয়ার রাষ্ট্রদূত ও কূটনীতিকরা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্যে যুবলীগের প্রথম কাউন্সিলে ছাত্রলীগের প্রতিনিধিদলের সদস্য হিসাবে উপস্থিত থাকার কথা উল্লেখ করেন।
সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসের আমু, সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুবলীগের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আজম প্রমুখ।
বাংলাদেশ আওয়ামী লীগ
জয় বাংলা জয় বঙ্গবন্ধু
No comments:
Post a Comment