শনিবার | ১৩ জুলাই ২০১২
নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত ঘোষণার পর জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনেকেই তাকে ফোন করে সাহস জোগাচ্ছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী।শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনও পদ্মা সেতু নিয়ে অনেক ফোন পেয়েছেন প্রধানমন্ত্রী। তাদের মধ্যে অনেক প্রবাসী এ প্রকল্পে অর্থায়নের আগ্রহ দেখিয়েছেন। সেতু নির্মাণের জন্য বন্ড ছেড়ে অর্থ সংগ্রহের পরামর্শও দিয়েছেন কেউ কেউ।প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল বলেন, 'পদ্মা সেতু নির্মাণে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অভূতপূর্ব সাড়া পাচ্ছেন প্রধানমন্ত্রী। সারাদিনের ব্যস্ততার মাঝেও যখনই সময় পাচ্ছেন, তখনই ফোন ধরছেন।'
প্রধানমন্ত্রী গত ৪ জুলাই সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে তার দুটি মোবাইল ফোন নম্বর এবং ই-মেইল ঠিকানা নাগরিকদের উদ্দেশে প্রকাশ করেন। তার পরিবারের সদস্যদের নাম ভাঙিয়ে কেউ অবৈধ সুযোগ নিতে চাইলে তা সরাসরি তাকে জানানোর অনুরোধ করেন শেখ হাসিনা। এরপর স্কুলছাত্র থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাকে ফোন করে বিভিন্ন বিষয়ে কথা বলছেন বলে জানান শাকিল।প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জানান, জাহাঙ্গীরনগর ও বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ প্রকল্পে অর্থ সহায়তা দিতে চেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের কিছু ছাত্র তাদের হাত খরচ টাকা বাঁচিয়ে উপাচার্যের কাছে ছয় হাজার টাকা দিয়েছেন।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের কর্মকর্তা ও কর্মচারীরা তাদের একদিনের বেতন এই সেতুর জন্য দেওয়ার কথা বলেছেন। গোপালগঞ্জের করপাড়া ইউনিয়নের বাসিন্দারা দুই লাখ টাকা দেবেন বলেছেন। এছাড়া বিভিন্ন ব্যবসায়িক সংগঠন, বেসরকারি ব্যাংক এবং বীমা কোম্পানি ইতিমধ্যে পদ্মা সেতুতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে।
প্রধানমন্ত্রীর মোবাইল নম্বর হলো +৮৮ ০১৭১১৫২০০০০ এবং +৮৮ ০১৮১৯২৬০৩৭১। আর ই-মেইল ঠিকানা হলো sheikhhasina@hotmail.com.
শাকিল বলেন, 'প্রধানমন্ত্রী সাধারণ মানুষের সঙ্গে কথা বলে প্রত্যয়ী এবং উদ্দীপ্ত। তিনি মনে করছেন, মুক্তিযুদ্ধের পর আবারও দেশের মানুষ পদ্মা সেতুকে জাতীয় মর্যাদার বিষয় হিসেবে বিবেচনা করে ঐক্যবদ্ধ হয়েছে।'
প্রধানমন্ত্রী গত ৪ জুলাই জাতীয় সংসদের বাজেট অধিবেশনে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের রূপরেখা তুলে ধরেন। ৭৫০ মিলিয়ন ডলারের বন্ড ছাড়ার পরিকল্পনার কথাও তিনি বলেন। শাকিল জানান, প্রবাসীরা ফোনে প্রধানমন্ত্রীকে বলেছেন, তারা যে পরিমাণ অর্থ বিদেশ থেকে দেশে পাঠান, তার পরিমাণ সাধ্যমতো বাড়ানোর চেষ্টা করবেন তারা।
বাংলাদেশ আওয়ামী লীগ
জয় বাংলা জয় বঙ্গবন্ধু
No comments:
Post a Comment