Sunday, July 29, 2012

পদ্মা সেতু নির্মাণে সরকারের সিদ্ধান্তের প্রতি দেশে-বিদেশে বাংলাদেশের মানুষের সাড়ায় অভিভূত: শেখ হাসিনা

বাংলাদেশে গণতন্ত্র ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রবাসীদের সমর্থন ও সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
রোববার | ২৯ জুলাই ২০১২ | ১৪ শ্রাবণ ১৪১৯


প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণের জন্য টোল বা চাঁদা আদায়ের পরিবর্তে বেশি করে রেমিট্যান্স দেশে পাঠানোর জন্য প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী গতকাল (শনিবার) সন্ধ্যায় এখানে তাঁর সম্মানে পার্ক প্লাজা ওয়েস্টমিনিস্টার হোটেলে বাংলাদেশ কমিউনিটি আয়োজিত ইফতার মাহফিলে এ আহ্বান জানান। প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, 'পদ্মা সেতু নির্মাণের জন্য টোল আদায় বা চাঁদা তোলার দরকার নেই। বরং আপনারা দেশে আরো বেশি বেশি রেমিট্যান্স পাঠান।' শেখ হাসিনা বলেন, নিজস্ব তহবিলে বহু প্রতীক্ষিত পদ্মা সেতু নির্মাণে তাঁর সরকারের সিদ্ধান্তের প্রতি দেশে-বিদেশে বাংলাদেশের মানুষের সাড়া দেখে তিনি অভিভূত হয়েছেন।
সরকার চলতি অর্থবছরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করতে বাজেটে আর্থিক বিধানও রেখেছে বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী মহান মুক্তিযুদ্ধ ও দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে লন্ডন প্রবাসী বাংলাদেশীদের অবদানের কথা স্মরণ করে বলেন, তারা ১৯৬৯ সালে আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুর জন্য চাঁদা তুলে আইনজীবী নিয়োগ করেছিলেন এবং লন্ডন থেকেই প্রথম বঙ্গবন্ধুর খুনীদের বিচারের দাবিতে আন্দোলন শুরু হয়েছিল।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাঁর গ্রেফতারের প্রতিবাদে লন্ডনে আন্দোলনের জন্য বাংলাদেশী প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেখ হাসিনা বলেন, তাদের আন্দোলন একনায়কদের হাত থেকে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সহায়তা করেছে। তিনি বাংলাদেশে গণতন্ত্র ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রবাসীদের সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তাঁর সরকারের প্রচেষ্টার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর দলের নির্বাচনী অঙ্গীকার পূরণে ইতোমধ্যে অনেক কাজ সম্পন্ন হয়েছে।
এলজিআরডি ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, ব্রিটিশ এমপি মাইকেল বার্নস এবং আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তৃতা করেন।
বঙ্গবন্ধুর নাতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় এবং প্রধানমন্ত্রীর ভাগ্নি রেজোয়ানা সিদ্দিকী টিউলিপ এ সময় উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment